ভুল চিকিৎসা এড়াতে সঠিক টেস্ট জরুরি
আপনি জানেন কি, কোন সমস্যায় কোন টেস্ট দরকার?
যাতে আপনার অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে হয়রানি বা অর্থ অপচয় না হয়, তাই প্রাথমিক ধারণা রাখা জরুরি।
জ্বর বা ইনফেকশন হলে:
- CBC (Complete Blood Count): শরীরে ইনফেকশন বা রক্তের সমস্যার ধারণা দেয়।
- ESR: শরীরে প্রদাহ আছে কিনা বোঝা যায়।
- CRP: ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের তীব্রতা বুঝতে সাহায্য করে।
- Dengue NS1, Malaria Test: ডেঙ্গু বা ম্যালেরিয়া শনাক্তে।
- Typhoid (Typhidot / Blood Culture): টাইফয়েড শনাক্তে।
ডায়াবেটিস সন্দেহে:
- RBS/(Random Blood Sugar): রক্তে সুগার যাচাই।
- Fasting Blood Sugar: খালি পেটে ব্লাড সুগার যাচাই।
- 2 Hours After Breakfast: খাওয়ার পর সুগার কন্ট্রোল বোঝা যায়।
- HbA1c: গত ৩ মাসের গড় সুগার লেভেল।
থাইরয়েড সমস্যায়:
- TSH: থাইরয়েডের কার্যকারিতা যাচাই।
- T3, T4: হাইপার বা হাইপোথাইরয়েডিজম বোঝা যায়।
লিভার বা হেপাটাইটিস সন্দেহে:
- LFT: লিভারের কাজ ঠিক আছে কিনা।
- HBsAg: হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা।
- Anti-HCV: হেপাটাইটিস সি সংক্রমণ শনাক্তে।
কিডনি সমস্যায়:
- Creatinine: কিডনির কাজ যাচাই।
- Urea: ফাংশন ঠিক আছে কিনা।
- Urine R/E: ইনফেকশন বা অন্যান্য সমস্যা।
হার্টের সমস্যা / বুক ধড়ফড় করলে:
- ECG: হার্টের ইলেকট্রিক্যাল কার্যকলাপ।
- Troponin I: হার্ট অ্যাটাক শনাক্তে।
- Lipid Profile: কোলেস্টেরল মাত্রা যাচাই।
- Echocardiogram: প্রয়োজনে হার্টের পাম্পিং ক্ষমতা।
হেমাটোলজি (রক্ত):
- Peripheral Blood Film (PBF): রক্তকণিকার গঠন ও অস্বাভাবিকতা মূল্যায়ন।
- Reticulocyte Count: নতুন লোহিত কণিকা তৈরির হার বোঝা যায়।
- Blood Group & Rh Typing: রক্তের গ্রুপ ও Rh স্ট্যাটাস নির্ণয়।
- Coombs Test (Direct/Indirect): অ্যান্টিবডি-মধ্যস্থ হেমোলাইসিস শনাক্তে।
- Iron Profile (Serum Iron, TIBC, Ferritin, Transferrin Saturation): আয়রন ঘাটতি বা ওভারলোড মূল্যায়ন।
- Vitamin B12, Folate: মেগালোब्लাস্টিক অ্যানিমিয়া নির্ণয়ে।
- HB/ Hemoglobin Electrophoresis/HPLC: থ্যালাসেমিয়া/হিমোগ্লোবিনোপ্যাথি শনাক্তে।
- G6PD Assay: G6PD ঘাটতি নির্ণয়ে।
কোয়াগুলেশন (রক্ত জমাট/রক্তক্ষরণ):
- PT/INR: ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট মনিটরিং ও লিভার সিনথেটিক ফাংশন মূল্যায়ন।
- aPTT: ইনট্রিনসিক পাথওয়ে ডিসঅর্ডার মূল্যায়ন।
- Fibrinogen: ডিসঅ্যাবনরমাল ফাইব্রিনোজেন বা DIC অ্যাসেসমেন্ট।
- D‑Dimer: থ্রম্বোসিস/পালমোনারি এম্বোলিজম রিস্ক অ্যাসেসমেন্ট।
বায়োকেমিস্ট্রি (সেরাম/প্লাজমা):
- Electrolytes (Na⁺, K⁺, Cl⁻, HCO₃⁻): ইলেক্ট্রোলাইট ভারসাম্য মূল্যায়ন।
- Calcium, Phosphate, Magnesium: হাড়/প্যারাথাইরয়েড/মেটাবলিক স্ট্যাটাস।
- Uric Acid: গাউট ও কিডনি স্টোন রিস্ক।
- Total Protein, Albumin/Globulin Ratio: পুষ্টি/লিভার/কিডনি অ্যাসেসমেন্ট।
- Amylase, Lipase: প্যানক্রিয়াটাইটিস মূল্যায়ন।
- CK, LDH: টিস্যু ইনজুরি/হিমোলাইসিস নির্দেশক।
- Serum Osmolality: ফ্লুইড-ব্যালেন্স/টক্সিক অ্যালকোহল সন্দেহে।
ডায়াবেটিস/মেটাবলিক (অতিরিক্ত):
- Oral Glucose Tolerance Test (OGTT): ইমপেয়ারড গ্লুকোজ টলারেন্স/জিডিএম মূল্যায়ন।
- Fasting Insulin, C‑Peptide: ইনসুলিন সিক্রেশন/রেজিস্ট্যান্স অ্যাসেসমেন্ট।
- Urine Microalbumin (ACR): ডায়াবেটিক কিডনি রোগের প্রারম্ভিক স্ক্রিনিং।
- Ketone (Blood/Urine): DKA স্ক্রিনিং।
থাইরয়েড :
- Free T4, Free T3: থাইরয়েড স্ট্যাটাস নিখুঁতভাবে মূল্যায়ন।
- Anti‑TPO, Anti‑Thyroglobulin Antibodies: অটোইমিউন থাইরয়েডাইটিস শনাক্তে।
- Thyroglobulin/Calcitonin: থাইরয়েড ক্যান্সার মনিটরিং/মেডুলারি CA সন্দেহে।
- Thyroid Ultrasound/Thyroid Scan (Nuclear): নডিউল/ফাংশনাল অ্যাসেসমেন্ট।
লিভার :
- Viral Hepatitis Panel (HBV DNA, HBeAg, Anti‑HBc IgM/IgG): হেপাটাইটিস বি অ্যাক্টিভিটি মূল্যায়ন।
- HCV RNA (PCR): হেপাটাইটিস সি এ্যাকটিভ সংক্রমণ নিশ্চিতকরণ।
- Autoimmune Markers (AMA, ASMA, LKM‑1): অটোইমিউন হেপাটাইটিস/চোলাংজিওপ্যাথি।
- FibroScan (Liver Elastography): লিভার ফাইব্রোসিস/স্টিয়াটোসিস গ্রেডিং।
- AFP (Alpha‑Fetoprotein): হেপাটোসেলুলার কার্সিনোমা স্ক্রিন/মনিটর।
কিডনি :
- eGFR: কিডনি ফাংশনের সামগ্রিক মূল্যায়ন।
- Urine Microalbumin/Protein (24‑hr or Spot ACR): প্রারম্ভিক নেফ্রোপ্যাথি শনাক্তে।
- Urine Culture & Sensitivity: ইউটিআইয়ে জীবাণু ও অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতা।
- Renal Ultrasound/Doppler: অবস্ট্রাকশন/রেনাল আর্টারি স্টেনোসিস মূল্যায়ন।
- Nuclear Renogram (DTPA/MAG3): রেনাল ফাংশন ও ড্রেনেজ অ্যাসেসমেন্ট।
কার্ডিওলজি:
- Holter Monitoring (24–72 hr): দীর্ঘমেয়াদি অ্যারিদমিয়া শনাক্তে।
- TMT/ETT (Stress Test): এক্সারসাইজ‑ইনডিউসড ইসকেমিয়া মূল্যায়ন।
- CT Coronary Angiography: কোরোনারি প্লেক/স্টেনোসিস স্ক্রিনিং।
- Cardiac MRI: মায়োকার্ডিয়াল ভায়াবিলিটি/মায়োকার্ডাইটিস/কার্ডিওমায়োপ্যাথি।
- BNP/NT‑proBNP: হার্ট ফেইলিউর অ্যাসেসমেন্ট।
- Carotid/Peripheral Doppler: ভাস্কুলার স্টেনোসিস/পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ।
ফুসফুস/শ্বাসতন্ত্র:
- Chest X‑ray: নিউমোনিয়া/টিবি/হার্ট সাইজ ইত্যাদি।
- HRCT Chest: ইন্টারস্টিশিয়াল ফুসফুস রোগ/পালমোনারি এম্বোলিজম সূচনা।
- Pulmonary Function Test (Spirometry, DLCO): এয়ারওয়ে অবস্ট্রাকশন/রেস্ট্রিকশন।
- Arterial Blood Gas (ABG): অক্সিজেনেশন/অ্যাসিড‑বেস স্ট্যাটাস।
- TB Tests (Mantoux/IGRA, Sputum AFB/CBNAAT): টিবি স্ক্রিনিং/ডায়াগনসিস।
গ্যাস্ট্রোএন্টেরোলজি/পেটের রোগ:
- Upper GI Endoscopy: গ্যাস্ট্রাইটিস/আলসার/ভ্যারিসেস মূল্যায়ন ও বায়োপসি।
- Colonoscopy: কোলাইটিস/পলিপ/ক্যান্সার স্ক্রিনিং।
- ERCP/MRCP: পিত্তনালী/প্যানক্রিয়াটিক ডাক্ট মূল্যায়ন।
- H. pylori (Stool Antigen/Urea Breath Test): H. pylori সংক্রমণ নির্ণয়ে।
- Stool R/E, Occult Blood: পরজীবী, ইনফ্ল্যামেশন, লুকায়িত রক্তক্ষরণ।
- Fecal Calprotectin/Lactoferrin: IBD অ্যাক্টিভিটি মূল্যায়ন।
নিউরোলজি:
- EEG: খিঁচুনি/এপিলেপসি মূল্যায়ন।
- Nerve Conduction Study (NCS)/EMG: নিউরোপ্যাথি/মায়োপ্যাথি নির্ণয়ে।
- MRI Brain/Spine: স্ট্রোক/ডিমাইলিনেশন/টিউমার।
- CT Head (Non‑contrast): একিউট ব্লিড/ইনফার্কশন রুল‑আউট।
- CSF Analysis (Lumbar Puncture): মেনিনজাইটিস/সাব‑অ্যারাকনয়েড হেমোরেজ/ডিমাইলিনেশন।
সংক্রমণ/মাইক্রোবায়োলজি:
- Blood/Urine/Sputum/Wound Culture & Sensitivity: causative organism ও অ্যান্টিবায়োটিক গাইডেন্স।
- HIV 1/2 (ELISA/Ag‑Ab Combo) ও HIV Viral Load: স্ক্রিনিং ও রোগ‑অ্যাক্টিভিটি মনিটরিং।
- VDRL/RPR & TPHA: সিফিলিস স্ক্রিন/কনফার্মেশন।
- HBsAb (Anti‑HBs): ভ্যাকসিন/ইমিউনিটিস স্ট্যাটাস।
- COVID‑19 (RT‑PCR/Antigen): করোনাভাইরাস সংক্রমণ নির্ণয়ে।
- Influenza A/B (Rapid/PCR): ফ্লু ডায়াগনসিস।
- Widal (সীমিত ব্যবহার): টাইফয়েড সারোলজি—বর্তমানে সীমিত গুরুত্ব; কালচার অগ্রাধিকার।
রিউমাটোলজি/অটোইমিউন:
- ANA (IF), Anti‑dsDNA: SLE মূল্যায়ন।
- Rheumatoid Factor, Anti‑CCP: রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনসিস।
- HLA‑B27: সেরোনেগেটিভ স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি।
- Complement (C3, C4): ইমিউন‑কমপ্লেক্স‑মেডিয়েটেড ডিজিজে অ্যাক্টিভিটি।
- ANCA (p‑ANCA/c‑ANCA): ভাস্কুলাইটিস স্ক্রিনিং।
এন্ডোক্রাইন/হরমোন:
- Serum Cortisol (AM/PM), ACTH Stimulation Test: অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি/কুশিং সিন্ড্রোম।
- Prolactin, LH, FSH: হাইপোথ্যালামিক‑পিটুইটারি‑গোনাডাল অ্যাক্সিস মূল্যায়ন।
- Testosterone, Estradiol, Progesterone: প্রজনন/এন্ডোক্রাইন স্ট্যাটাস।
- Growth Hormone/IGF‑1: অ্যাক্রোমেগালি/জি এইচ ডেফিসিয়েন্সি।
- PTH (Parathyroid Hormone): ক্যালসিয়াম‑ফসফেট মেটাবলিজম।
প্রসূতি ও গাইনী/ফার্টিলিটি:
- Urine/Serum β‑hCG: গর্ভধারণ নিশ্চিতকরণ/এক্টোপিক সন্দেহে ট্রেন্ড।
- OB Ultrasound (Early/NT Scan/Anomaly Scan/Growth Scan): গর্ভাবস্থার পর্যবেক্ষণ।
- OGTT (GDM Screen): গর্ভকালীন ডায়াবেটিস স্ক্রিন।
- TORCH Panel (IgM/IgG): নির্দিষ্ট পরিস্থিতিতে সংক্রমণ মূল্যায়ন।
- Pap Smear, Liquid‑Based Cytology (LBC): সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং।
- HPV DNA Test: হাই‑রিস্ক HPV শনাক্তে।
- AMH, Semen Analysis: ফার্টিলিটি অ্যাসেসমেন্ট।
ইউরোলজি/পুরুষ স্বাস্থ্য:
- PSA (Total/Free): প্রোস্টেট ডিজিজ স্ক্রিন/মনিটরিং।
- Uroflowmetry: প্রস্রাবের ফ্লো‑ডায়নামিক্স মূল্যায়ন।
- Scrotal Ultrasound/Doppler: ভ্যারিকোসেল/টেস্টিকুলার প্যাথোলজি।
অনকোলজি/টিউমার মার্কার:
- CEA: কোলোরেক্টাল/অন্যান্য ক্যান্সার মনিটরিং।
- CA‑125: ওভেরিয়ান ক্যান্সার মনিটরিং/রিস্ক অ্যাসেসমেন্ট।
- CA 19‑9: প্যানক্রিয়াটো‑বিলিয়ারি ম্যালিগন্যান্সি ইঙ্গিত।
- CA 15‑3: ব্রেস্ট ক্যান্সার মনিটরিং।
- AFP, β‑hCG (Onco): জার্ম সেল টিউমার।
- LDH: টিউমার বার্ডেন/প্রগনোসিস ইন্ডিকেটর।
চক্ষু:
- Visual Acuity (VA) & Refraction: দৃষ্টি‑ত্রুটি নির্ণয়।
- Intraocular Pressure (IOP): গ্লকোমা স্ক্রিন।
- OCT (Optical Coherence Tomography): রেটিনা/অপটিক নার্ভ মূল্যায়ন।
- Perimetry (Visual Field): গ্লকোমা/নিউরো‑অপথ্যালমিক ডিজঅর্ডার।
ইএনটি/শ্রবণ:
- Pure‑Tone Audiometry: শ্রবণশক্তি মূল্যায়ন।
- Tympanometry: মিডল ইয়ার ফাংশন।
- Otoacoustic Emissions (OAE): নবজাতক শ্রবণ স্ক্রিনিং।
- Flexible Nasopharyngoscopy: নাসোফ্যারিঞ্জিয়াল/লারিঞ্জিয়াল মূল্যায়ন।
ডার্মাটোলজি/অ্যালার্জি:
- Total IgE: অ্যালার্জিক প্রেডিসপোজিশন ইঙ্গিত।
- Specific IgE Panel (Food/Environmental): নির্দিষ্ট অ্যালার্জেন শনাক্তে।
- Skin Prick Test/Patch Test: ত্বকীয় অ্যালার্জি নির্ণয়।
- KOH Mount/Skin Scraping: ফাঙ্গাল/প্যারাসাইটিক ইনফেকশন।
- Dermatoscopy: পিগমেন্টেড লেশন মূল্যায়ন।
অর্থোপেডিক্স/হাড়:
- DEXA Scan (BMD): অস্টিওপোরোসিস মূল্যায়ন।
- Bone X‑ray/CT/MRI: ফ্র্যাকচার/অ্যাভাসকুলার নেক্রোসিস/টিউমার।
- Bone Scan (Nuclear): মেটাস্টেসিস/অককাল্ট ফ্র্যাকচার/ইনফেকশন।
- Vitamin D (25‑OH), PTH: হাড়ের মেটাবলিজম।
ইমেজিং (সাধারণ):
- Ultrasound (Whole Abdomen/Small Parts/Obstetric): নন‑ইনভেসিভ প্রাইমারি ইমেজিং।
- X‑ray (Chest/Abdomen/Extremity): বেসিক রেডিওগ্রাফি।
- CT Scan (Plain/Contrast): অঙ্গভিত্তিক ক্রস‑সেকশনাল ইমেজিং।
- MRI (Plain/Contrast): সফট‑টিস্যু/নিউরো/মাস্কুলো‑স্কেলেটাল উৎকৃষ্ট ইমেজিং।
- PET‑CT: অনকোলজি স্টেজিং/রিকরেন্স ডিটেকশন।
- Mammography & Breast Ultrasound: স্তন ক্যান্সার স্ক্রিনিং/ডায়াগনসিস।
- Doppler Ultrasound (Arterial/Venous): ভাস্কুলার প্যাথোলজি মূল্যায়ন।
টক্সিকোলজি/হেভি মেটাল:
- Serum/Urine Toxicology Screen: ড্রাগ/বিষাক্ত পদার্থ শনাক্তে।
- Blood Lead, Mercury, Arsenic: পেশাগত/পরিবেশগত এক্সপোজার অ্যাসেসমেন্ট।
- Carboxyhemoglobin/Methemoglobin: কার্বন মনোক্সাইড/অক্সিড্যান্ট এক্সপোজার।
জেনেটিক্স:
- Karyotyping: সংখ্যাগত/স্ট্রাকচারাল ক্রোমোজোমাল অস্বাভাবিকতা।
- Chromosomal Microarray (CMA): মাইক্রোডেলিশন/ডুপ্লিকেশন শনাক্তে।
- Targeted Gene Tests (যেমন BRCA1/2, HBB): বংশগত রোগ/ক্যান্সার রিস্ক।
- Newborn Screening Panel: মেটাবলিক/এন্ডোক্রাইন ডিসঅর্ডার স্ক্রিন।
নিউক্লিয়ার মেডিসিন:
- Thyroid Uptake/Scan: থাইরয়েড ফাংশনাল ইমেজিং।
- Renal Scan (DTPA/MAG3): রেনাল পারফিউশন/ড্রেনেজ।
- Bone Scan (Tc‑99m): স্কেলেটাল মেটাস্টেসিস/ইনফেকশন।
- MIBI/MIBG Scans: প্যারাথাইরয়েড/অ্যাড্রিনাল/নিউরোএন্ডোক্রাইন টিউমার।
শিশুরোগ :
- Neonatal Jaundice Workup (TSB/Direct Bilirubin): নবজাতকের জন্ডিস মূল্যায়ন।
- G6PD, TSH (Newborn): স্ক্রিনিং টেস্ট।
- Lead Level (High‑risk): সীসা বিষক্রিয়া স্ক্রিন।
- Stool R/E (Parasites): পরজীবী সংক্রমণ।
ডেন্টাল/ওরাল হেলথ:
- OPG (Orthopantomogram): জ‑জয়েন্ট/দাঁতের সার্বিক এক্স‑রে।
- CBCT: ডেন্টাল ইমপ্লান্ট প্ল্যানিং/জ‑প্যাথোলজি।
সাধারণ স্ক্রিনিং/প্রিভেন্টিভ:
- Vitamin D (25‑OH), Vitamin B12: পুষ্টিহীনতা/অস্বাভাবিকতা মূল্যায়ন।
- TSH‑বেসড থাইরয়েড স্ক্রিন: থাইরয়েড ডিসফাংশন স্ক্রিনিং।
- Stool Occult Blood (FOBT/FIT): কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং।
- Mammography (Women 40+): ব্রেস্ট ক্যান্সার স্ক্রিন।
- Pap Smear/HPV: সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিন।
- Bone Density (DEXA) 50+/রিস্কি: অস্টিওপোরোসিস স্ক্রিন।
বিশেষ পরিস্থিতি/ইমিউনাইজেশন স্ট্যাটাস:
- Anti‑HBs (Hepatitis B Surface Antibody): ভ্যাকসিন‑ইন্ডিউসড ইমিউনিটি যাচাই।
- Measles/Rubella/Varicella IgG: ইমিউনিটি স্ট্যাটাস মূল্যায়ন (প্রি‑কনসেপশন/হেলথকেয়ার কর্মী)।
- Tetanus Antibody (যথাপ্রয়োজনে): ইমিউনিটি মূল্যায়ন।
সতর্কবার্তা: বিনা কারণে টেস্ট করাবেন না। প্রয়োজন হলে দেরি করবেন না। সব সময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।