English
লগ ইন / লগ আউট

রক্তদানের নিয়ম ও নির্দেশনা


রক্তদাতাদের জন্য নিয়ম :

বাংলাদেশি নাগরিকগন সঠিক তথ্য দিয়ে রক্তদাতা হিসেবে নিবন্ধন করবেন । অবশ্যই একটি সচল মোবাইল নম্বর যুক্ত করবেন । সকল তথ্য দানের পর সফলভাবে নিবন্ধন সম্পন্ন করার পর ,ইমেইল ভেরিফাই করে আপনি রক্তদাতা হিসেবে ডেটাবেসে যুক্ত হবেন । রক্তদান সম্পর্কিত তথ্য অবশ্যই প্রোফাইলে আপডেট করবেন ।
আপনার প্রোফাইলের অনান্য তথ্য দিয়ে প্রোফাইলটিকে প্রফেশনাল করবেন। আপনি রক্তদানে অপারগ হলে নিজেকে ইনএকটিভ করে রাখবেন। তখন আপনাকে খুঁজে কেউ বিরক্ত করতে পারবে না। সার্চ রেজাল্টে শুধুমাত্র একটিভ ডোনারদেরকেই দেখাবে।
রক্তের প্রয়োজন হলে রক্তগ্রহিতারাই আপনাকে খুঁজে নিবে । আপনার দেয়া সচল নম্বর, নাম,লোকেশন তাদের কাছে প্রকাশিত হবে । সেই নম্বরেই তারা আপনার সাথে যোগাযোগ করবে । আপনার রক্তদানের সুযোগ থাকলে রক্তগ্রহীতাকে রক্ত দিবেন ।
ব্লাড রিকুয়েস্ট সেকশনে যাদের রক্তের দরকার তাদের পোস্ট পাবেন, এছাড়াও মাঝেমধ্যে আপনার সাথে ম্যাচ করে এমন রক্ত আবেদনকারীর স্বয়ংক্রিয় ইমেইল ( রোগীর তথ্যসহ ) সিস্টেম আপনাকে পাঠাবে।। যদি আপনি রক্তদানে সমর্থ হন, তবে রক্ত আবেদনকারীর সাথে যোগাযোগ করে রক্ত দিবেন। কোন অবস্থাতেই গাড়ি ভাড়ার নাম করে তাদের থেকে অর্থ নিবেন না। এটা মনে রাখবেন, অন্যের বিপদে তাকে জিম্মি না করে পারলে আপনি সহযোগী হবেন। মনে প্রশান্তি পাবেন।

রক্তদান করতে যাবার আগে জানুন


নিজের নিরাপত্তা নিশ্চিত হয়ে রক্তদান করবেন । কোন রকম সমস্যা হলে লাইফ পোর্ট বিডি কর্তৃপক্ষ কোনভাবে দায়ী থাকিবে না।

০১। স্বাভাবিকের চেয়ে দু-তিন গ্লাস বেশি পানি পান করুন । রক্তদানের পূর্ব মুহুর্তে পানি পরিবর্তে সফট ড্রিঙ্কস অথবা জুস পরিহার করুন । রক্তদানের আগে ও পরে ডাবের পানি পান করতে পারেন ।
০২। রোগীর অবস্থান জেনে হাসপাতালে রক্তদান করতে যাবেন ।
০৩।হাসপাতাল, ক্লিনিক ছাড়া কোথাও রক্তদান করতে যাবেন না । রক্তের আবেদনকারী তার বাসায় বললেও যাবেন না, কোন গলিতেও না ।
০৪। রোগীর রিপোর্ট, ডাক্তারের রিকুইজিশন পত্র দেখে নিবেন ।
০৫। রোগীকে দেখে নিবেন ।
০৬। রক্তের ক্রস মেসিং করার পর রক্তদান করবেন ।
০৭। নুতন সূচ ব্যবহার করার ব্যপারে নিশ্চিত হোন ।
০৮। বিশেষজ্ঞদের দক্ষতা নিয়ে সন্দেহ থাকলে কর্তৃপক্ষকে অবহিত করুন ।
০৯। আপনি স্বেচ্ছায় রক্তদান করছেন জানিয়ে দিন।যাতে তৃতীয় পক্ষ দুর্নীতি করার সুযোগ না পায় ।
১০। আপনি যদি কোনো কারণে অসুস্থবোধ করে তবে সেদিনের মতো রক্ত দেয়া থেকে বিরত থাকুন ।
১১। রক্ত দেয়ার পূর্বে পুষ্টিকর খাবার খেয়ে নিন, কিন্তু তৈলাক্ত কিছু খাবেন না । আয়রন সমৃদ্ধ খাবার যেমন তরমুজ, পালং অথবা আয়রন সমৃদ্ধ অন্যান্য শাকসবজি ইত্যাদি খেতে পারেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন জুস, আমলকি বা অন্যান্য ভিটামিন সি সমৃদ্ধ ফল খাবেন।
১২। রক্তদানের অন্তত ২৪ ঘন্টা পূর্বে সকল ফ্যাট সমৃদ্ধ খাবার পরিহার করুন ।
১৩। যেদিন রক্ত দেবেন তার আগের রাতে অনেকটা সময় ভালো করে ঘুমিয়ে নেবেন ।

রক্তদান মহৎ ও স্বর্শকাতর বিষয়। তাই আবেগের বশে নয়, নিজে সচেতন হয়ে অপরকে রক্ত দিন ।

রক্ত আবেদনকারী / রোগীর করনীয় :

আপনার রক্তের প্রয়োজন হলে লোকেশন ও গ্রুপ অনুযায়ী সাইট থেকে খুঁজে নিবেন। প্রয়োজনে ব্লাড রিকোয়েস্ট পাঠাবেন। তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ম্যাচিং ডোনারদের কাছে ইমেইল পাঠাবে। মনে রাখবেন, রক্তদাতা স্বেচ্ছায় আপনার বিপদে এগিয়ে আসছে । তাই তার নিরাপত্তা ও তার সাথে কৃতজ্ঞতার ন্যায় আচরন অত্যন্ত জরুরি । যে বিষয়গুলো অবশ্যই মানার চেষ্টা করবেন ।

০১। রক্তদাতা আপনার প্রয়োজনে স্বেচ্ছায় আপনার উপকার করতে আসছে, তাই তার যাতায়াত খরচ আপনি বহন করবেন ।
০২। রক্তদানের পর তার বিশ্রামের ব্যবস্থা করবেন ।
০৩। সাধ্যমতো পুষ্টিকর খাবার ও ফলের ব্যবস্থা করবেন । কেননা এটা রক্তদাতার শরীরে রিকভারির জন্য জরুরি ।
০৪।সুস্থ হয়ে ওঠার পর তার সাথে সু-সম্পর্ক রাখুন । মনে রাখবেন সে আপনার বিপদের বন্ধু । তার রক্ত আপনার / আপনার রোগীর শরীরে প্রবাহিত হচ্ছে ।
০৫। তার বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করুন ।

সম্মানিত ডাক্তারদের করনীয় :



সঠিক তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করুন । ইমেইল ভেরিফাই করুন। নিয়মিত প্রোফাইল আপডেট রাখুন । এক্সপেরিয়েন্স যুক্ত করুন। অন্যান্য ডিগ্রি যুক্ত করুন। এপয়েন্টমেন্ট সমূহ যুক্ত করুন। আপনি যদি সপ্তাহের সাত দিন সাত জায়গায় রুগী ভিজিট করেন তবে সমস্ত তথ্য যুক্ত করুন। আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্ট (জেলা /উপজেলা)এর ভিত্তিতে মানুষ খুঁজে পাবে। আপনি যদি একাধিক বিষয়ে অভিজ্ঞ হন, তবে ইংরেজিতে , সেই বিষয় কমা দিয়ে ডক্টর টাইপ এ যুক্ত করবেন, এতে উভয় বিশেষজ্ঞ ভিত্তিতে আপনাকে খুঁজে পাওয়া যাবে।
আপনার ব্যক্তিগত কোন তথ্য আমরা তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করব না, তবে আপনার নাম,অর্জিত ডিগ্রি, রোগী দেখার স্থান ও সময়,সিরিয়ালের নম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে ।

সম্মানিত এ্যাম্বুলেন্স মালিক / চালকদের করণীয়:

আপনাদের এম্বুলেন্স এর তথ্য পূরণ করে , ইমেইল ভেরিফাই করে,নিজের প্রোফাইল তৈরি করুন। প্রত্যেক ট্রিপের পর আপনার এম্বুলেন্সের লোকেশন আপডেট করুন, যাতে মানুষ আপনাদেরকে বর্তমান লোকেশন অনুযায়ী খুঁজে পায়।
কোন পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন । আপনাদের মূল্যবান মতামত সাদরে গ্রহণ করা হবে ।
সকলে নিজেদের শরীরের ব্যপারে যত্নবান হোন, সুস্থ থাকুন ।